IQNA

বসন্তের তিলাওয়াত;

ভিডিও | ইরাকের বিশিষ্ট ক্বারির কণ্ঠে বসন্তের আয়াত তিলাওয়াত 

0:03 - March 25, 2021
সংবাদ: 2612512
তেহরান (ইকনা): ফার্সি নববর্ষের শুরুতে “ইকনা”র উদ্যোগে অনুষ্ঠিত “নতুন মৌসুমে বসন্তের আয়াত তিলাওয়াত” প্রকল্পে বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারি কুরআন তিলাওয়াত করেছেন।

এতে ক্বারিগণ প্রকৃতির পুনরুত্থানের বিষয়ে বিভিন্ন আয়াত তিলাওয়াত করেছেন। আজ আপনাদের সম্মুখে ইরাকের বিখ্যাত ক্বারি “মুস্তাফা মায়উফ আল-উমাইরা”-এর সুললিত কণ্ঠে সূরা “ইব্রাহীম”-এর ৩২ নম্বর আয়াত তুলা ধরা হল:
আয়াত এবং অনুবাদ:
اللَّهُ الَّذِی خَلَقَ السَّمَاوَاتِ وَالأرْضَ وَأَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَکُمْ وَسَخَّرَ لَکُمُ الْفُلْکَ لِتَجْرِیَ فِی الْبَحْرِ بِأَمْرِهِ وَسَخَّرَ لَکُمُ الأنْهَارَ ﴿٣٢﴾
তিনি আল্লাহ, যিনি আকাশমণ্ডলী ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন এবং আকাশ হতে বারি বর্ষণ করেন। অতঃপর এর দ্বারা তোমাদের আহার্যের জন্য ফল-মূল উৎপাদন করেন। এবং তোমাদের জন্য জলযানগুলোকে তোমাদের অধীন করেছেন যাতে তাঁর নির্দেশে সমুদ্রে চলাচল করে এবং নদীসমূহকেও তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন। iqna
captcha